প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে চিকিৎসকদের নানা কর্মসূচি

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় চিকিৎসকদের প্রস্তুতি সভা করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, স্বাচিপ সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডাঃ কামরুল হাসান মিলনকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসছেন। এই সময়ে শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সম্প্রতি পদ্মা সেতু ও মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। কিছুদিন পর কর্ণফুলী নদীর তলদেশের টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর। অবকাঠামো উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, আর্থিক ও বাণিজ্যিক সব দিকে বাংলাদেশের উন্নয়ন গর্ব করার মতো।

লিটন আরও বলেন, এই বছরটি উন্নয়ন অবকাঠামোর উদ্বোধনের বছর। একের পর এক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বছরটি নির্বাচনী প্রচারণার বছরও। ঠিক সেই সময়ে বিএনপি-জামায়াত চক্র রাজপথে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন নস্যাৎ করতে চায়। তারা নির্বাচনে আসতে চায় না। তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপি বলছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিবে না।’

বিএমএ রাজশাহীর সভাপতি ডাঃ এবি সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডাঃ কামরুল হাসান মিলন।

আরও বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, কেন্দ্রীয় স্বাচিপের সাবেক সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখবিএমএ সাংগঠনিক সম্পাদক ডাঃ তারিক মেহেদী পারভেজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাঃ চিত্ত রঞ্জন দাসসহ অন্য নেতৃবৃন্দ।

এদিকে, সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দ। এসময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জালাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলনসহ স্বাচিপ ও বিএমএ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকারসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। ২৮টি উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং পাঁচটি চলমান রয়েছে।