প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের কাজটা করতে চান সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষত এখনো তাজা। সেই ক্ষত নিয়েই এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল মাঠে গড়াবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে পরিচিতি পেলেও, টি-টোয়েন্টিতে পায়ের নিচের মাটি এখনো পোক্ত হয়নি বাংলাদেশের। সে তুলনায় আফগানরা এই ফরম্যাটে বেশ সমীহ জাগানিয়া দলই।

প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন ক্রিকেটাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিব-লিটনরা। ওয়ানডে সিরিজে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে আফগানদের মোকাবেলা করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের আগে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মলনে এসে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে মাঠে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সেন্টার উইকেটে বেশ কিছুক্ষণ সময় কাটান সাকিব। সঙ্গে ছিলেন কিউরেটর গামিনি ডি সিলভাও। প্রথম ম্যাচের উইকেট কেমন হতে সেই ধারণাই নিয়েছেন কোচ ও অধিনায়ক। তবে সংবাদ সম্মলেন উইকেট নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করছেন না বলেই জানিয়েছেন সাকিব। গণমাধ্যমকর্মীদেরকে তিনি বলেন, ‘আমার ধারণা, উইকেট নিয়ে কেউ খুব বেশি একটা কথাও বলেনি। আমি আর কোচ হয়তো একটু আলাপ করেছি, এ ছাড়া দু-একজন ক্রিকেটারও আর উইকেটের কাছে গিয়েছে কি না, জানি না। যেটা বলতে চাচ্ছি, কন্ডিশন নিয়ে আমরা চিন্তিত নই।’

রশিদ-মুজিব-নবীকে নিয়ে গড়া আফগানদের স্পিন আক্রমণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। ওয়ানডে সিরিজেও আফগানদের স্পিনে ভুগতে দেখা গেছে বাংলাদেশকে। তবে সাকিব জানালেন, ‘আমরা বিশেষ কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলিনি, চিন্তাও করিনি। যারা ব্যাটিং বা বোলিং করবে, আমি নিশ্চিত, তারা কী কী পরিস্থিতির মুখোমুখি হবে সেটি নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করছে। এটা আসলে কাউকে বলার বিষয় নয় এবং করারও বিষয় নয়। যে পরিস্থিতিতে যে আসবে, তার দায়িত্ব কীভাবে সে দলের জন্য ভালো পারফর্ম করতে পারে।’

পরে এর ব্যাখায় সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন আমরা অন্য দলকে নিয়ে চিন্তা কম করি। আমরা যখন নির্ভার থাকি, তখনই নিজেদের সেরা খেলাটা খেলতে পারি। আমরা যখন নার্ভাস থাকি, প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করি, কন্ডিশন নিয়ে বেশি ভাবি, তখন শতভাগ পারফরম করতে পারি না।’

তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বেশ ভালই করছে বাংলাদেশ। গত মার্চে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে সেখান থেকে বাড়তি অনুপ্রেরণা পেতেই পারেন বাংলাদেশের ক্রিকেটাররা।