পাকিস্তানের দোসররাই বাজারে সিন্ডিকেট করছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, পাকিস্তানের দোসররাই বাজার সিন্ডিকেট করে রাখছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে মালিবাগে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের আগামী আরও এক থেকে দেড় মাস পেঁয়াজ আমদানি করতে হবে। এদিকে ভারতেও পেঁয়াজের সংকট রয়েছে। যার ফলে আমদানিকৃত পেঁয়াজের উপর ২০% কর আরোপ করে দিয়েছে তারা।

টিপু মুনশি বলেন, আলুর উৎপাদন ও চাহিদার তথ্য ভুল থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে। ডিমের দাম আমদানির পরে কমতে শুরু করছে বলেও মন্তব্য করেন তিনি।