পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন ড. মুহাম্মদ মাসুদুর রহমান। সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন এর আবেদনের প্রেক্ষিতে তার পরিবর্তে গণিত বিভাগের প্রফেসর ড. মুহম্মদ মাসুদুর রহমানকে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে বিধি মোতাবেক পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। তিনি পবিপ্রবি এর প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি পাবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন সময় এই আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।’
অধ্যাপক ড. মাসুদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে গণিত বিভাগ থেকে ব্যাচেলর অব সাইন্স (স্নাতক) ও ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ২০১৪ সালে গণিতে এম. ফিল এবং ২০২১ সালে গণিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে ড. মাসুদুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে শিক্ষকতা শুরু করেন।