পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে ১টা পর্যন্ত।
বিজ্ঞান অনুষদে মোট আবেদন পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থীর। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এই ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। আজ গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ১৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৭৩৮ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ৭০০ জন আর অনুপস্থিত ছিলেন ৩৮ জন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতবারের চেয়ে উপস্থিতি ভালো ছিল, বিজ্ঞান বিভাগে আমাদের কেন্দ্রে পরীক্ষার্থী বেশি ছিল।
পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফজলুল হক বলেন, সকলের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।