পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডে উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানেজমেন্ট ডে’ উদযাপন করা হয়েছে। ২৭ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন সেন্টারে ব্যবসায় প্রশাসন অনুষদ এই আয়োজন করে। এই অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠানে বিবিএ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ’র শিক্ষার্থীদের ক্রেস্ট দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বাশার খান। তিনি ক্যারিয়ার গঠন নিয়ে বলেন, ‘মানুষের লাভ বস্তুত দু’ধরনের দৃশ্যমান এবং অদৃশ্যমান। দৃশ্যমান লাভের চেয়ে যদি অদৃশ্যমান লাভের জন্য কাজ করা হয় তবেই আমাদের ক্যারিয়ার, স্বাস্থ্য, জীপনযাপন ও সামাজিক সম্পর্ক সবকিছুই ভালো হবে। কোন কিছুর উন্নয়ন রাতারাতি সম্ভব না, এ জন্য সময় ও পরিশ্রম করতে হবে।’

অনুষ্ঠানে ম্যানেজমেন্ট এবং ক্যারিয়ার ডে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক মোঃ মমিন উদ্দিন এবং সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম

শেষে সভাপতির বক্তব্য ও বিশেষ দোয়া করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। এরপর উপস্থিত সবার জন্য ইফতার বিতরণ করা হয়।