পটুয়াখালীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ


পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের করা মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পশরবুনিয়া এলাকাবাসী। বুধবার বিকাল ৪টায় পাটুখালী সদর উপজেলার খেয়াঘাট বাজারে শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন।

মানববন্ধ বক্তব্য রাখেন ইউপি সদস্য মাইনুল আহসান জিয়াসহ স্থানীয় ভূক্তভোগীরা। বক্তারা বলেন, মোতালেব পুলিশ তার আপন ভাই, ভাতিজি, নাতী জামাইসহ এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে ২১টি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন থেকে হয়রানী করে আসছেন। এছাড়াও আরও কয়েকটি প্রতারণা ও মিথ্যা মামলা দিয়ে পশরবুনিয়াবাসীকে অতিষ্ঠ করে ফেলেছেন মোতালেব পুলিশ।

এছাড়াও মোতালেব হাওলাদারের প্রতারণার শিকার আরেক ভুক্তভোগীর করা অভিযোগে সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার এর দেয়া প্রতিবেদনে মোতালেব হাওলাদার দোষী সাব্যস্ত হন।

মানববন্ধনে উপস্থিত সবাই নায়েক মোতালেব হাওলাদার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন।