নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণে বর্ণিল আয়োজন

নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন নিজ নিজ বিভাগের শিক্ষকরা।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসের গোল চত্বর হয়ে উঠেছিল উৎসবের কেন্দ্র। এদিন সকাল থেকেই নবীনরা ক্যাম্পাসে আসতে শুরু করে। অনেকের সঙ্গে তাদের অভিভাবকদেরও আসতে দেখা গেছে। পাশাপাশি নবীনদের বরণ করতে ক্যাম্পাসের অন্য বর্ষের শিক্ষার্থীরাও এসেছিলেন নানান সাজে।

ওরিয়েন্টেশনে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হয়ে তাদের হাতে ফুল দিয়ে স্বাগত জানায়। বরণের আনুষ্ঠানিকতা শেষে নবীনরা প্যারিস রোডে মেতে উঠে আনন্দ উল্লাসে।

প্রথম দিনের অরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাদমান তানিব জানায়, ক্যাম্পাস জীবনের ওরিয়েন্টেশন আমার জীবনের একটি প্রতীক্ষিত দিন ছিল। গতকাল থেকে এই দিনটিকে ঘিরে সংকোচে ছিলাম। তবে বিভাগের শিক্ষক এবং সিনিয়র ভাই-বোনদের আচরণে আমি ভীষণ মুগ্ধ।

এদিকে নবীনদের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলে জানান নোবিপ্রবি প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। তিনি বলেন, নবীনদের আগমন উপলক্ষে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে। র‌্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সব ধরনের সচেতনতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে। এরপরও যদি র‌্যাগিংয়ের মতো কোন ঘটনা ঘটে আর যদি সে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সবোর্চ্চ শাস্তি বহিষ্কার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীনদের স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের ডিরেক্টর, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ কর্মকর্তারা।

নোবিপ্রবিতে এবার ছয়টি অনুষদের আওতায় ৩১টি বিভাগ ও দু’টি ইনস্টিটিউটে প্রায় এক হাজার দুইশো শিক্ষার্থী ভর্তি হয়েছে।