নেপালে বিধ্বস্ত বিমানের ৬৮ জনের মৃতদেহ উদ্ধার

নেপালের পোখারায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কাউকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশা কমে আসছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬৮ জনের মৃতদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। পুলিশ বলছে, কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা কম। খবর বিবিসি’র।

নেপাল পুলিশের মুখপাত্র টেক প্রসাদ রায় সোমবার বিবিসিকে বলেন, ‘কারও বেঁচে থাকার সম্ভাবনা কম। অনুসন্ধান ও উদ্ধারকাজে যুক্ত বিভিন্ন দল দুর্ঘটনাস্থলে রয়েছে। তারা উড়োজাহাজের অন্য আরোহীদের খোঁজ করছে।’

তিনি আরও জানান, গতকাল রাতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। তবে আজ সকালে তা আবার শুরু হয়।

গতকাল রোববার ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পোখারায় বিধ্বস্ত হয়। তবে, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত প্যানেল গঠন করা হয়েছে, প্যানেলকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নেপালে আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।