ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপিয়া ট্রেবল জয় করেছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। আর এর পেছনের কারিগর দলটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। দুটি ভিন্ন ক্লাবের হয়ে এই কৃতিত্ব দেখানো একমাত্র কোচও তিনি। এমন অর্জনে বাঁধভাঙা উদযাপন তো হয়েছেই। এবার ম্যানচেস্টার সিটির বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন কোচ পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতায় পাওয়া বোনাস ক্লাবটির কর্মীদের মাঝে ভাগাভাগি করে দিয়েছেন গার্দিওলা।
ইপিএলের শিরোপা জেতায় ছয় অঙ্কের বোনাস পেয়েছেন এই স্প্যানিশ কোচ। সঠিক অঙ্ক জানা না গেলেও ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, বোনাসের সংখ্যাটা ৭ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকা। সিটির নিরাপত্তাকর্মী, রিসিপশনিষ্ট এবং অন্যান্য প্রশাসনিক কর্মীরা গার্দিওলার বোনাসের ভাগ পেয়েছেন। এমনিতেই ম্যানচেস্টারের ক্লাবটির প্রশাসনিক কর্মীদের মধ্যে গার্দিওলা বেশ জনপ্রিয়। এই উপহারের পর তা আরও বাড়বে সেটা নিশ্চিত।
এর আগে মঙ্গলবার সবশেষ মৌসুমে জেতা তিনটি ট্রফি নিয়ে সিটির মালিক শেখ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেন গার্দিওলা। সেখানে গার্দিওলার সঙ্গে উপস্থিত ছিলেন চেয়ারম্যান খালদুন আল-মুবারক, প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো এবং সিটির পরিচালক টিক্সিকি বেজিরিস্টেইন।