নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৩৭

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে। এতে দুই গর্ভবতী নারীসহ কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের পর প্রাণহানির ঘটনা ঘটে। 

মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রুফাস ওয়েলেকেম জানান, বিস্ফোরণে ৩৫ জন ঘটনাস্থলে আটকা পড়েন। যে দুইজন সেখান থেকে সরতে পেরেছিলেন তারাও হাসপাতালে মারা যান। 

একজন প্রত্যক্ষদর্শী জানান, পোড়া পাম গাছ ও  মোটরবাইক দিয়ে ঘেরা খোলা জায়গায় ১৫ জনের মৃতদেহ দেখেছেন তিনি। স্বজনরা নিহতদের কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন।

নাইজেরিয়ার বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে পরিশোধন করা নিয়মিত ঘটনা। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। চরম দারিদ্র্যের শিকার সেখানকার বাসিন্দারা এই ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন।