নাইজেরিয়ায় ১১ কৃষককে গলা কেটে হত্যা

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের একটি কৃষি খামারে ১১ জন কৃষককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী। স্থানীয় মিলিশিয়া বাহিনীর বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার বরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ১৫ কিলোমিটার দূরের কুয়াইয়ানগিয়া এলাকায় শুক্রবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা হামলাকারীরা কৃষি খামারে ঢুকে ১১ জন কৃষককে বেঁধে গলা কেটে হত্যা করে।

স্থানীয় মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কুলো এএফপিকে বলেন, জঙ্গিরা ১১ জন কৃষককে তাদের জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। পরে পিছমোড়া করে তাদের হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে।

আরেক মিলিশিয়া নেতা উমার আরি জানান, সেনা ও মিলিশিয়া বাহিনীর সদস্যরা যাতে বুঝতে না পারে সে জন্য হয়তো হামলাকারীরা বন্দুক ব্যবহার করেনি।

এ হত্যাকাণ্ডের জন্য বোকো হারামকে দায়ী করে তিনি বলেন, বোকো হারামের সন্ত্রাসীরা ১১ জন কৃষককে গলা কেটে হত্যার পর মরদেহগুলো খামারেই ফেলে রাখে।