নভেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা: ইসি সচিব

টানা হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে বিরোধী দলগুলো। নির্বাচন যথা সময়ে হওয়া নিয়ে জনমনে ব্যাপক সংশয় সৃষ্টি করেছে। তবে সে সকল অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন বলছে, সংবিধান অনুযায়ী যথা সময়েই নির্বাচন হবে।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সংবাদমাধ্যমকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলমান। নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। তবে ভোট কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও কমিশন সিদ্ধান্ত নেয়নি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সব দল নির্বাচনে আসুক এটা আমাদের কাম্য। কিন্তু কোনও দলকে নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব কমিশনের নয়। আমাদের একটা সংবিধান আছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে।