নজরুল বিশ্ববিদ্যালয়ে শেষ হলো প্রথম গবেষণা মেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই দিনব্যাপী গবেষণা মেলা। গত ২০ মার্চ প্রথমবারের মতো এই গবেষণা মেলা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর মেলার আয়োজন করে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা মেলায় সহস্রাধিক গবেষণা প্রবন্ধ প্রদর্শিত হয়েছে। দ্বিতীয় ও শেষ দিন মেলায় অংশগ্রহণকারী প্রতিটি বিভাগ/দপ্তর/ইন্সটিটিউট তাদের কার্যক্রম নিয়ে ১০ মিনিট করে একটি ব্রিফিং দিয়েছে। ফলে মেলায় আসা দর্শনার্থীসহ অংশগ্রহণকারী অন্যরা সংশ্লিষ্ট ওই বিভাগ/দপ্তর/ইন্সটিটিউটের কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছে।

নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রতিদিনই একাধিকবার গবেষণা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং স্টলে অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। 

এসময় জ্ঞানসৃষ্টির জন্য গবেষণার কোনও বিকল্প নেই জানিয়ে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যই হলো জ্ঞান সৃষ্টির জায়গায়। বিশ্ববিদ্যালয়ের কাজই হলো নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে তা বিতরণ করা এবং নতুন জ্ঞানের ব্যবহার নিশ্চত করা। এই গবেষণা মেলা একদিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার প্রতি আকৃষ্ট করবে অপরদিকে শিক্ষার্থীদেরও। প্রথমবারের মতো এই মেলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সবার মধ্যেই গবেষণার প্রতি যে আগ্রহ দেখেছি তা সত্যিই আশাব্যাঞ্জক। আগামীতে আমরা আরও বড় পরিসরে এই মেলার আয়োজন করব এবং প্রতি বছরই আয়োজন করব।’

এই মেলা আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি উপাচার্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সোমবার (২০ মার্চ) মেলা শুরু হয় এবং তা আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এম.পি.। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 

প্রথমবারের মতো আয়োজিত এই গবেষণা মেলায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ, আইকিউসি ও ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ অংশ গ্রহণ করে। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্রের শিক্ষক ও গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, গ্রন্থ, জার্নাল, গবেষণা প্রকল্প, উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনা তুলে ধরা হয়।

গবেষণা মেলার আয়োজক কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শেখ মেহেদী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম। মঙ্গলবার বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মেলার আয়োজন।