নওগাঁর শামীমের স্কাউটসে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন

সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে শিশু স্বাস্থ্য সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করায় বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়েছেন নওগাঁর শামীম আহমেদ। বাংলাদেশ স্কাউটস এর পরিচালক গোলাম মোস্তফা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। জেলার মান্দা উপজেলার শিয়াটা গ্রামের দম্পতি আইয়ুব আলী ও ঝর্ণা বেগমের ছেলে শামীম আহমেদ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করায় বর্তমানে নিজ জেলার মানুষের প্রশংসায় ভাসছেন।

নওগাঁর মান্দা উপজেলার শিয়াটা গ্রামের শামীম আহমেদ মাধ্যমিক পাশ করার পর দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট-এ পড়াশোনা করতেন। মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি একজন দক্ষ সংগঠক হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন এই তরুণ। দিনাজপুরে অধ্যয়নরত অবস্থায় রোভার স্কাউটস এ যাত্রা শুরু হয় শামীমের। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দিনাজপুরে থাকাকালীন স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, নম্বর টু দ্যা ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এবং বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন করে শামীম।

২০১৮ সালে ইউনিট পর্যায়ে গ্রুপ সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেন এই তরুণ। পরে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরপর ২০১৯ সাল থেকে স্কাউটস এর রোভার অঞ্চলের রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধির দায়িত্ব পালন করছেন শামীম।

সম্প্রতি ১২ থেকে ২৫ বছর বয়সী কিশোর/যুবকদের স্বাস্থ্যকর সমাজের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দানের লক্ষ্যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড স্কিম চালু করে স্কাউটস। যেখানে একজন রোভারকে টিকাদান কর্মীর কাজ, পুষ্টি স্যালাইনের কাজ, শিশু স্বাস্থ্যকর্মীর কাজ করতে হয়। সমাজের শিশুরা যাতে মারাত্মক সংক্রামক ব্যাধিতে আক্রান্ত না হয় সেই লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে সহযোগিতা দান, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা প্রকল্প, নিরাপদ পানি পান, উন্নত চুলা তৈরি, স্যানিটেশন ধারাবাহিকভাবে ৬ মাসের প্রকল্পের আওতায় সক্রিয়ভাবে কাজ করতে হয় রোভারকে। যা সঠিকভাবে পালন করেন শামীম আহমেদ।

সমাজ উন্নয়নমূলক এই কাজে দৃষ্টান্ত স্থাপন করায় স্বীকৃতি স্বরূপ গত ১৭ নভেম্বর বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দপ্তরের মূল্যায়ন তালিকায় সারাদেশের ২৮ জন রোভার স্কাউটস সদস্য সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের কৃতিত্ব অর্জন করে।

দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট রোভার স্কাউটস গ্রুপ থেকে প্রথমবারের মত এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন শামীম। বর্তমানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি’তে অধ্যয়ন করছেন শামীম।

নিজের অনুভূতি ব্যক্ত করে শামীম আহমেদ বলেন, এই অ্যাওয়ার্ড আমি দেশের মানুষকে উৎসর্গ করতে চাই। এই অর্জনে আমার বাবা-মা, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্খীসহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা আমাকে সহযোগিতা না করলে আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না। স্কাউটিং থেকে যা জ্ঞান অর্জন করেছি তা দেশের মানুষের জন্য কাজে লাগাতে চাই।

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবাদুল হক বলেন, শামীম আমাদের নওগাঁর গর্ব। তার এই অ্যাওয়ার্ড অর্জনে আমরা সকলেই খুশি। দেশের তরুণদের সমাজসেবামূলক কাজে অংশ নেয়া উচিত। যার সহজ মাধ্যম হল স্কাউটস।