দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের বারো পাইকেরগড় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী।এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, সিংড়া ইউনিয়নের বারো পাইকেরগড় এলাকায় ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের গোলজার আলীর ছেলে মিন্টু মিয়া ও সেকেন্দার আলীর সঙ্গে। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে করে উভয়পক্ষের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মিন্টু মিয়া ও সাখাওয়াত ধারালো অস্ত্র দিয়ে আমিনা বেগমেকে উপর্যুপুরি কুপিয়ে পালিয়ে যায়। এসময় আহত হয় আরও একজন।
পরে গুরুতর আহত আমিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘোড়ঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আহসান হাবিব জানান, ওই নারীর দুই পায়ের উরুতে ধারালো অস্ত্রের অনেক আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, এ ঘটনার পর সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করা হয়েছে তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।