‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ মাতৃভাষার জন্য শহিদের ত্যাগের স্মরণে কালজয়ী এই সুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল একুশের ভোর। দিনভর নানা কর্মসূচির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মঙ্গলবার সকাল নয়টার দিকে ববি উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রভাতফেরি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর সকাল সাড়ে নয়টার দিকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। পরে বিভিন্ন আবাসিক হল, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ২৪টি বিভাগ এবং প্রগতিশীল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, অধিকতর গবেষণার মধ্যে দিয়ে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে হবে এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে আরও সমৃদ্ধ করতে হবে। তাই বাংলা ভাষাকে অধিকতর চর্চা ও গবেষণা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম, রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন, ট্রেজারার বদরুজ্জামান ভূঁইয়াসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়া দিবসটি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সকাল ১১টায় কীর্তনখোলা হলে আলোচনা সভা করা হয়েছে। অন্যদিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দুপুরে মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করে।