দখলদার ইসরাইলি বাহিনীর টানা হামলা, বিশ্ব হতে বিচ্ছিন্ন ফিলিস্তিন

ইসরায়েলের অস্বাভাবিক ও অনবরত বোমা হামলায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। আর যোগাযোগ বিচ্ছিন্ন গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ করে গাজায় বিমান হামলার তীব্রতা বাড়িয়ে দেয় ইসরায়েল। ওই সময় গাজার অভ্যন্তরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় এদিনও ইসরায়েলের টানা হামলা চলছিল।ইসরায়েলিদের সামরিক হেলিকপ্টার ও বিমান গাজার আকাশে ঘুরপাক খাচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে গাজায় যে হামলা হয়েছে সেগুলো বেশ তীব্র এবং অব্যাহত ছিল। এর আগে কখনো তারা এ ধরনের হামলা দেখেননি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমগুলো হুঁশিয়ারি দিয়েছে, গাজাকে বহিঃবিশ্ব থেকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আর পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গাজায় ইসরায়েলি বাহিনী যে যুদ্ধাপরাধ সংঘটিত করবে সেগুলো প্রকাশ না পাওয়ার শঙ্কা থেকে যাবে।