তিনবছর পর আংশিকভাবে চালু হলো মাদারীপুর সদর হাসপাতাল

মাদারীপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নির্মাণের তিনবছর পর আংশিক অংশ চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য শাজাহান খান।

সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো: মাসুদ আলম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী বাবু, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত সেলিমসহ অনেকেই।

৩০ কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালে ছয়তলা বিশিষ্ট সদর হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালের নভেম্বরে। এরপর থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ছিলেন রোগীরা।