ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রতিটি শিক্ষার্থীকে সেবা গ্রহণের জন্য তিনটি পরিচয়পত্র বহন করতে হয়। পরিচয়পত্র প্রদর্শন না করলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। অতিরিক্ত পরিচয়পত্র বহনে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। এই ভোগান্তি নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া একটি পরিচয়পত্রে সকল সেবা চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হল প্রশাসন থেকে অনাবাসিক এবং আবাসিক পরিচয়পত্র নিতে হয়। এর জন্য ১০০ টাকা পরিশোধ করতে হয়। পাঁচটি আবাসিক ছাত্র হলের মধ্যে মাত্র দুটি হলে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয় এবং তিনটি আবাসিক ছাত্রী হলের মধ্যে দুটি হলে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয়। তবে ডিজিটাল হলেও কিউআর কোড স্ক্যান করলে প্রায়ই ভুল তথ্য পাওয়া যায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
আবাসিক বা অনাবাসিক হলের পরিচয়পত্রের ব্যবহার বিশেষ কিছু সময় ছাড়া তেমন লক্ষ্য করা যায় না। ফলে এতে অন্যান্য পরিচয়পত্রের সেবা অন্তর্ভুক্ত করে মাত্র একটি পরিচয়পত্রকে বহনযোগ্য করার দাবি শিক্ষার্থীদের।
এক শিক্ষার্থীকে কেন্দ্রীয় গ্রন্থাগারে পরিচয়পত্রের জন্য ১০০ টাকা, স্বাস্থ্যসেবা পরিচয়পত্রের জন্য ১০০ টাকা ব্যয় করতে হয়। এ সকল জায়গায় সেবা পেতে পরিচয়পত্র দেখানো আবশ্যক।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কিছুটা আর্থিক সংকটের কারণে এতগুলো কার্ড তৈরি করা সম্ভব হয় না। ফলে গুরুত্বপূর্ণ সময়ে সেবা থেকে বঞ্চিত হতে হয়। এতে ভোগান্তিতে পড়ি। আমাদের এক শিক্ষার্থী পরিচয়েই সব সুবিধা দেওয়া উচিত।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফ্রিদি হাসান বলেন, ‘আমাদের হল কার্ডটি ডিজিটাল। এটির সাথে আনুষাঙ্গিক কার্ডটি সংযুক্ত করে যদি ডিজিটালাইজড করে দেওয়া হয় তাহলে ভোগান্তির নিরসন ঘটবে।’
এ বিষয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমার জানামতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কার্ডে সকল সুবিধা দেয়া হয়ে থাকে। একটি ডিজিটাল কার্ডের মাধ্যমে তিনটি সুবিধা দেয়ার কথা ভেবে আইটি ডিরেক্টরের সাথে আলোচনা করে বিষয়টির সমাধান নিয়ে কথা বলবো।’
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে ডিজিটাল আইডি কার্ড একটি প্রয়াস এবং এটি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এটা করতে হবে। দেখি এ বিষয় কতটুকু কী করা যায়।