দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে। মঙ্গলবার (৩ অক্টোবর) কমিশনের ২৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, সংসদ নির্বাচনের ভোটার হওয়ার সময় শেষ। তবে এনআইডি সংশোধনের আবেদন তফসিল ঘোষণার আগ পর্যন্ত করা যাবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারযোগ্য নাগরিকদের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হওয়ার আবেদন করার সুযোগ দিয়েছিল কমিশন। এই সময়ে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করারও সুযোগ ছিল। এখন আর কেউ সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হতে পারবে না। তবে সারা বছরই এনআইডি পাওয়া যাবে। এই সময়ে ৩০ হাজারের মতো নাগরিক তাদের ঠিকানা পরিবর্তনের আবেদন করেছে বলে জানা গেছে।
ইসি জানায়, এখন নতুন করে ভোটারযোগ্য যেসব নাগরিক আবেদন করবেন তারা আপাতত এনআইডি পাবেন। পরে যখন হালনাগাদের কাজ করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় এদের নাম যুক্ত হয়ে যাবে।
ইসি সার্ভারে সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। আর ৮৩৭ জন হিজড়া ভোটার। তবে নতুন ভোটারদের সুযোগ দেওয়ায় এই সংখ্যাটা বাড়তে পারে।