ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় আগামী নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনো নিভে যায়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, সংলাপ হবে কিনা তা ভবিষ্যতই বলে দিবে। তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না।
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এরপর এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। কাগজের ব্যালটে হবে ভোটগ্রহণ করা হবে এই আসনে।