ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সোমবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেল পর্যন্ত ঢাকায় থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা তার।
মার্তিনেজের ঢাকা সফরের আয়োজক ফান্ডেডনেক্সট নামের একটি প্রতিষ্ঠান। বিমানবন্দর থেকে সোজা এই প্রতিষ্ঠানের অফিসে যান মার্তিনেজ। দুপুর দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন তিনি।
ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা সফর করবেন মার্তিনেজ। পাশেই বাংলাদেশের অবস্থান হওয়ায় নিজে থেকেই ঢাকায় আসার আগ্রহ দেখান আর্জেন্টাইন গোলরক্ষক। সেই সূত্রে কলকাতায় যাওয়ার আগে ১১ ঘণ্টার জন্য ঢাকায় এসেছেন মার্তিনেজ।
অবশ্য যেসব ভক্ত সমর্থকের টানে তার ঢাকায় আসা, তাদের সাথে দেখা হচ্ছেনা তার। সুযোগ ফান্ডেডনেক্সটের কর্ণধার সৈয়দ আবদুল্লাহ জায়েদ জানিয়েছেন, সাধারণ মানুষ যেন মার্তিনেজকে দেখার সুযোগ পান—এমন একটা অনুষ্ঠান করার কথা ভাবা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মার্তিনেজের এই সফর মূলত কলকাতাকে কেন্দ্র করে। ঢাকায় খুব কম সময় থাকবেন, তার ওপর আবার এমন লম্বা জার্নি করে আসছেন। পাবলিক প্রোগ্রামের ঝক্কিতে তাই আর যেতে চাইনি।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে মার্তিনেজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে গোল আটকে দলকে জিতিয়েছেন তিনি। পেয়েছেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ পুরস্কার। বিশ্বকাপে বাংলাদেশে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছিল। এদেশের ভক্তদের কথা মেসি-মার্তিনেজরাও জেনেছেন।
আজ বিকেলে ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছেড়ে কলকাতায় রওনা হওয়ার কথা মার্তিনেজের। সেখানে আগামীকাল বেশকিছু আয়োজনে অংশ নেবেন তিনি। এর মধ্যে আছে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের উদ্যোগে ‘তাহাদের কথা’ নামের একটি অনুষ্ঠান আছে। এছাড়াও মোহনবাগান ক্লাবে গ্যারি সোবার্স, পেলে ও ম্যারাডোনার নামে গেইটের উদ্বোধন এবং প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন মার্তিনেজ।