ডিমের দাম না কমলে প্রয়োজনে আমদানি: বাণিজ্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাহিদামত প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ডিমের দামে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে রোববার রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল বাজারে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘আমরা বাজার নিয়ন্ত্রণ করতে রাজি আছি। কিন্তু কী কস্ট হওয়া উচিত, সেটা তো প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানাবে! আমরা যদি বলি, কালকে থেকে ডিম আমদানি করব; প্রাণিসম্পদ মন্ত্রণালয় গ্রিন সিগনাল না দিলে আমরা পারব না। মূল ব্যাপারটা তাদের হাতে।’

‘তারা যদি বলে, এই দাম হওয়া উচিত আমরা বাজার-ভোক্তা অধিকার দিয়ে সেই দাম কন্ট্রোল করার চেষ্টা করব। আর যদি না পারে তাহলে আমরা ইমপোর্ট করব,’ বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘সে ক্ষেত্রেও তাদের সমর্থন লাগবে। এ ব্যাপারে তাদের সহযোগিতা দরকার।’