টানা দ্বিতীয় হারে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ হলো রিয়ালের

শুরুর মতো রঙিন হলো না স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফর শুরু করা কার্লো আনচেলত্তির দল টানা দুই ম্যাচ হেরে ফিরছে মাদ্রিদে। চার দিন আগে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারের পর আজ ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কাছে ৩-১ গোলে হার দিয়ে শেষ করল প্রাক-মৌসুম প্রস্তুতি।

ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত ম্যাচটিতে ছন্দ খুঁজে পেতে বেশ হিমশিম খেয়েছে ভিনিসিউস-টনি ক্রুসরা। ম্যাচের প্রথম মিনিটেই যুক্তরাষ্ট্রের ফুটবলার ওয়েস্টন ম্যাকেনির শট পোস্টে লেগে ফিরে আসে। সেখান থেকে ফিরতি শটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন মইজে কিন।

২০ মিনিটে ম্যাকেনির পাস থেকে বল জালে জড়ান লাইবেরিয়ার প্রেসিডেন্ট ও বিশ্বের সাবেক বর্ষসেরা ফুটবলার জর্জ উইয়াহ। গত মাসে ফরাসি ক্লাব লিল থেকে ইতালির ক্লাবটিকে যোগ দেয়া টিমোথির জুভেন্টাসের জার্সিতে প্রথম গোল পেলেন স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে। তবে বিরতির আগেই টনি ক্রুসের দুর্দান্ত পাস থেকে ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র। জুভেন্টাস শেষ গোলটি পায় ম্যাচের যোগ করা সময়ে, গোলদাতা দুসান ভ্লাহভিচ।

প্রতিযোগিতামূলক মৌসুম শুরুর আগে এটিই ছিলো গ্যালাকটিকোদের শেষ ম্যাচ। ১২ আগস্ট লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। আর ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরি আ মৌসুম শুরু হবে তুরিনের বুড়িদের।