ঝুঁকিপূর্ণ সড়ক মেরামতের দাবিতে নোবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধ

ক্যাম্পাস সংলগ্ন সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা সাতটার দিকে ক্যাম্পাস থেকে সোনাপুর যাওয়ার সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা দুই দিনের ভিতর সড়ক মেরামতের দাবি জানায়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানান, নোবিপ্রবি থেকে সোনাপুর যাতায়াতের একমাত্র সড়কের পাশে খাল খননের কারণে রাস্তাটির অনেক অংশ দেবে গেছে। সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ কোনও উদ্যেগ নেয়নি। ফলে এই সড়কটি শিক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়েছে।

সড়ক অবরোধের ফলে সোনাপুর থেকে দত্তেরহাট পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেখানে সোনাপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা দাবিতে অনড় থাকে।

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর ইকবাল হোসেন সুমন জানান, আমাদের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিতে আগামীকাল সড়ক বিভাগে যাচ্ছি। আশা করছি অতিদ্রুত সমস্যার সমাধান হবে।

এ বিষয়ে নোবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমরা কালকের মধ্যেই সড়ক মেরামতের জন্য চিঠি দেব, আশা করছি সাথে সাথেই তারা কাজ শুরু করবে।