ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ক’দিনের মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করলেন ঋষি সুনাক। রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার কিয়েভ সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করে দেশটির প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন ঋষি সুনাক।
টুইটারে এক পোস্টে সুনাক লিখেছেন, ‘স্বাধীনতার জন্য যুদ্ধের অর্থ কী তা যুক্তরাজ্য জানে। আমরা সবভাবে আপনাদের পাশে আছি।’
জেলেনস্কি শনিবার দুই নেতার বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বলেও জানিয়েছে রয়টার্স।
টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘আমাদের দুই দেশের জন্য এবং বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’
অন্যদিকে, বিবিসি বলছে জেলেনস্কির সঙ্গে বৈঠকে সুনাক রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের বেসামরিক জনগণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন একটি বড়সড় প্যাকেজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক।
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেনকে আরও এক হাজারের বেশি অ্যান্টি-এয়ার মিসাইল দেয়ার ঘোষণা দিয়েছিলেন।