জুরাইনে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার রাত দুইটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পরিবারটি জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকে। 

আহতরা হলেন মো. আতাহার (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), মেয়ে আফসানা (৫), মুক্তার বাবা মো. আলতাফ সিকদার (৭২) ও মা মোছা. মর্জিনা বেগম (৫০)। তাদের রাত তিনটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আতাহারের শরীরের ৫০ শতাংশ, মুক্তার ৪৫ শতাংশ, আফসানার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া মর্জিনার শরীরের ৫ শতাংশ ও আলতাফের ২ শতাংশ দগ্ধ হয়েছে। মর্জিনা ও আলতাফকে অবজারভেশনে রাখা হয়েছে।

Reendex

Must see news