জাজিরায় দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আমেরিকা প্রবাসী মা-মেয়ে

বরিশাল-ঢাকা মহাসড়কের জাজিরা এলাকায় অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংর্ঘষে নিহত ছয়জনের মধ্যে দু’জন আমেরিকা প্রবাসী। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে। নিহতরা হলেন, জাহানারা বেগম (৫০) ও তার মেয়ে লুৎফন্নাহার লিমা (২৫)। তিন মাস আগে গ্রামের বাড়িতে আসেন তারা। জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। 

জাহানারা বেগমের বড় ভাই একই ইউনিয়নের আনারশিয়া গ্রামের বাসিন্দা আশ্ররাফ আলী খান জানান, সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দু’টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশালের বিএম কলেজ এলাকার বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। অ্যাম্বুলেন্সে তার বোন ও ভাগ্নি ছাড়াও রাব্বি (২৮) নামের এক স্বজন ছিল। দুর্ঘটনার খবর শুনে তিনি শোকে কাতর হয়ে গেছেন।

নিহত জাহানারা বেগমের শ্বশুরবাড়ির এক স্বজন জানিয়েছেন, নিহত মা ও মেয়ের মরদেহ বুধবার রাতে কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বাড়িতে দাফন করা হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানার পর এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমেছে। নিহতদের বাড়িতে ভীড় করছেন আত্মীয় স্বজনসহ এলাকার শোকাতুর মানুষজন।