ছাত্রদলের ফাঁদে পা দেবে না ছাত্রলীগ: সাদ্দাম

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা আনোয়ার হোসেন নাঈম ও শরীফ আহমেদ মুনিমকে মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। রোববার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

মারধরের ওই ঘটনার পর সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় ছাত্রদলের বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, তাদের (ছাত্রদলের) ফাঁদে ছাত্রলীগ পা দেবে না।

প্রসঙ্গত, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাকবিতণ্ডা হয়।

পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করেন। এরপর তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুজনকে হাসপাতালে পাঠানো হয়।