চৌদ্দগ্রামে আ’লীগের দু’পক্ষ মুখোমুখি, মহাসড়কে যানজট

আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে তীব্র যানজট দেখা দিয়েছে। মঙ্গলবারের (৬ জুন) সকালে মহাসড়কের সুয়াগাজী এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে ঘটনাস্থলের উভয়পাশেই তীব্র যানজট দেখা দেয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মহাসড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। তারা প্রতিপক্ষের দিকে ইটপাটকেল ছুড়ছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিদ্রোহী গ্রুপের সমাবেশ করার কথা রয়েছে। সমাবেশে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে চৌদ্দগ্রাম সাবেক পৌর মেয়র মিজানুর রহমান ও শ্রীপুরের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের। তবে সমাবেশে যেন বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারে সেজন্য মহাসড়কে অবস্থান নিয়েছেন মুজিবুল হকের নেতাকর্মীরা। 

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন জানান, ‘আমরা মহাসড়কেই আছি। ঘটনাস্থলের উভয়পাশে ২০ কিলোমিটার করে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’