চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হিলংজিয়াং প্রদেশের কিকিহারে মিডল স্কুলের শরীরচর্চা ভবনের ছাদ ধসে পড়ে।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির খবরে বলা হয়, ওই দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে কোনো শিক্ষার্থী আছে কি না, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর, দুর্ঘটনার সময় শরীরচর্চাকেন্দ্রে ১৯ ব্যক্তি ছিলেন। আট ব্যক্তি দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাঁদের মধ্যে চারজন পুরোপুরি অক্ষত আছেন। বাকি চারজনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত বের করে আনা হয়।
অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৬০ সদস্য। উদ্ধারকাজে ৩৯টি অগ্নিনির্বাপণ ট্রাক ব্যবহার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ছাদটিতে পার্লাইট বোর্ড রেখেছিলেন শ্রমিকেরা। ভারী বৃষ্টিতে সেসব বোর্ড ফুলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এরইমধ্যে ভবনটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা এবং আইন প্রয়োগের শিথিলতার কারণে চীনের শিল্প এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হন। গত এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হন।