জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।
একইসাথে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনও বন্ধের ঘোষণাও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান GST গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হলো। সেইসঙ্গে অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের সব ধরনের মাইগ্রেশনও বন্ধ ঘোষণা করা হলো।’
নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালের ২৭ ও ২৮ জুলাই গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে স্নাতক ২০২১-২২ সেশনে ভর্তির সুযোগ ছিল ১০৮০ জনের। ১৭ অক্টোবর ২০২২ থেকে চূড়ান্ত ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের অনলাইনে আবেদন শুরু হয়। এবছর ৩১ জানুয়ারি স্নাতক ২০২১-২২ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।