গাজীপুরে জঙ্গি সংগঠনের তিন সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১২ লাখ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়েছে।  

গ্রেফতার হওয়া জঙ্গিরা হলো সংগঠনটির সুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন রাকিব, জাকারিয়া হোসাইন ও আহাদুল ইসলাম মজুমদার সিফাত ওরফে মামিদ।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, গ্রেফতারের সময় এই সংগঠনের বাকি সদস্যরা পালিয়ে গেছে।

সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সোমবার (৫ জুন) রাতে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে তারা গাজীপুর থেকে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দিকে যাচ্ছিল বলে জানান মঈন।

তিনি বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় র‌্যাব-১ ও র‍্যাব-৭ এর যৌথ চেকপোস্ট বসানো হয়। সংগঠনটির সুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন রাকিব, জাকারিয়া হোসাইন এবং আহাদুল ইসলাম মজুমদার সিফাত ওরফে মামিদ একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে টাঙ্গাইলের মধুপুরের দিকে যাচ্ছিল। চেকপোস্টে তল্লাশী করে তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।

খন্দকার মঈন আরও বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের কারণে তারা সমতলে চলে এসেছে। সশস্ত্র প্রশিক্ষণ নেওয়া এসব সদস্য বিভিন্ন অপরাধের জন্য সংগঠিত হচ্ছিল বলে ধারণা র‌্যাবের।

Reendex

Must see news