গবেষণার জন্য জাপানে বশেফমুবিপ্রবি’র সহকারী অধ্যাপক

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির জাপানের কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গবেষণার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির হিউমান ইন্টেলিজেন্ট সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হিরোকি ওয়াগাতসুমার আহ্বানে গত ২৩ ফেব্রুয়ারি জাপানে গেছেন তিনি।

সেখানে তিনি বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং, ব্রেন কম্পিউটার ইন্টারফেস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে যৌথভাবে গবেষণা করবেন। ১২ দিনব্যাপী এই গবেষণামূলক কার্যক্রম শেষ করে আগামী তিন মার্চ দেশে ফিরবেন হুমায়ন কবির। জাপান সরকারের অর্থায়নে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায় মোঃ হুমায়ন কবিরকে অভিনন্দন জানিয়েছেন বশেফমুবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান। তিনি হুমায়ন কবিরের সাফল্য কামনা করেছেন।

মোঃ হুমায়ুন কবির জাপান সরকারের সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম এর আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এমফিল রিসার্চ ফেলো হিসাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তিনিসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ১০জন শিক্ষক ও শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তার ১৬টি গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৩ অনুযায়ী বশেফমুবিপ্রবিতে গবেষক র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে রয়েছেন।

তিনি বলেন, এই পরিদর্শন ও যৌথ গবেষণা কার্যক্রমের সকল খরচ বহন করবে জাপান সরকার। তিনি আশা করেন, এই সফরের মাধ্যমে অর্জিত জ্ঞান বশেফমুবিপ্রবি’র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বিতরণ এবং পরবর্তী গবেষণা কার্যক্রমে ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও বেশি ত্বরান্বিত হবে।