গবিতে বাংলা বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও সাতটি ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনের প্রথম পর্বে আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সিনিয়র প্রভাষক আবু রায়হান। তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নের বিভাগ ছিল বাংলা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ খোলা ছিল এক চ্যালেঞ্জিং বিষয়। তবু বাংলা প্রীতি থেকে এ বিভাগটি প্রতিষ্ঠা করা হয়। বিভাগের শুরুতে চারজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়; বর্তমানে সংখ্যা ১৯৫ জন।’

অধ্যাপক মনসুর মুহাম্মদ বলেন, বাংলা সাহিত্যের নানা বিষয় রয়েছে নাটক প্রবন্ধে। বাঙালিকে অনুধাবন করতে চাইলে বাংলা ভাষার সান্নিধ্যে আসতে হবে। পৃথিবীর বৃহৎ সাহিত্যের মধ্যে বাংলা অন্যতম। এ সময় তিনি বিভাগের সিলেবাসের নানা বিষয় তুলে ধরেন ও ব্যাকরণের বিভিন্ন বিষয় বিশ্লেষণ করেন।  

৩১তম বিভাগের নবীন শিক্ষার্থী নাদিম খান বলেন, নবীন বরণ অনুষ্ঠান পেয়ে আমরা আনন্দিত। এখানকার প্রাকৃতিক পরিবেশ শিক্ষা গ্রহণের উপযুক্ত। স্যার ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেখানো আদর্শ সর্বদা আমাদের জন্য মশাল হয়ে জ্বলবে।

বিদায়ী শিক্ষার্থী তাহমিনা তানজিল তুলি জানান, এ বিশ্ববিদ্যালয় অনেক কিছু শিখিয়েছে। বাংলা বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী সকলেই অনেক বন্ধুসুলভ।

রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ বলেন, বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছে বলেই আমরা বাংলায় কথা বলতে পারছি, যা আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষায় ও রয়েছে নানা উপভাষা এখানে শেখার অনেক কিছু রয়েছে। ভাষার মূলই হলো এ বাংলা ভাষা।

অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক আবু হারেজ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।