গবিতে ফটোগ্রাফিক সোসাইটির বইয়ের মোড়ক উন্মোচন ও প্রদর্শনী

গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) প্রথম বইয়ের মোড়ক উন্মোচন ও ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১০টায় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘আলোকচিত্রে বদলাই চিন্তার দৃষ্টিকোণ।’

অনুষ্ঠানের শুরুতে গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার শান্তি কামনায় এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর জিবিপিএস এর প্রথম প্রকাশনা ‘একদল ছবিয়ালের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জিবিপিএসের বিগত দিনের বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে জিবিপিএস আয়োজিত মাসিক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত ন্যাচার ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ছবির এ্যালবাম এবং স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ছবি এমন একটা জিনিস যা একটি দর্পনের মতই। এক প্রজন্মের স্মৃতি আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। যেমনভাবে একাত্তরের ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের ছবি বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার জায়গা হিসেবে পৌঁছেছে। ফটোগ্রাফিক সোসাইটি সৃজনশীল কাজ করার চেষ্টা করে থাকে এজন্য তাদেরকে ধন্যবাদ। তাদের এই প্রচেষ্টা চলমান থাকুক।’

ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা. মো: জহিরুল ইসলাম খান বলেন, ‘মানুষের স্বাভাবিক বৃত্তির বাইরেও বিভিন্ন প্রতিভা, শখ থাকে। ছবি তোলা এমনি একটি বিষয়। আমরা মুক্তিযুদ্ধের সময়কার তোলা ছবিগুলো দেখলে বুঝতে পারবো একটা ছবি কীভাবে কথা বলে। ফটোগ্রাফিক সোসাইটি সেই একই কাজটা করে যাচ্ছে। তাদের জন্য সর্বদা শুভকামনা থাকবে।’

সমাপনী বক্তব্যে সভাপতি সোয়েব বিন কামাল বলেন, ‘ছবি একটি শিল্প। এখানে উপস্থিত সকলের মনে শিল্পবোধ আছে বলেই আজ আমি আপনি মুখোমুখি বসতে পেরেছি। মাত্র কিছুদিন আগেই জন্ম যে সোসাইটির তা আজ বিরাট পরিসরে ছড়িয়ে পড়েছে। আগামীতে আরও প্রদর্শনী করার ইচ্ছা আছে। দেশের বাইরেও প্রদর্শনী করার ইচ্ছা রাখি, সে বিষয়ে সকলের সাহায্য কামনা করি যাতে বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেশ ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে যায়।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিবিপিএসের হাসিব মীর এবং শাহিনুর সিদ্দিকি রিমি।