গণ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের নবীনবরণ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই আয়োজন করা হয়। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিভাগের সিনিয়র লেকচারার মো. কয়েস আহমেদ। তিনি বলেন, ‘জ্ঞান অর্জনের জন্য সূদুর চীন দেশে যাও। জ্ঞান অর্জনের কোনও পরিধি নেই। তোমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তিটা যেন ধরা দেয়।’ 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সহকারী অধ্যাপক মুহাম্মদ আবু রায়হান বলেন, ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। এখানে মুখস্থ কেন্দ্রিক জ্ঞান নয়, অনুসন্ধানমূলক জ্ঞান প্রদান করা হয়। তোমরা জ্ঞানটা আদায় করে নিতে শেখো।’ 

নবীন শিক্ষার্থী তমারিকা বলেন, ‘এই বিভাগে যেহেতু অনেক ভাষার যোগসূত্র রয়েছে, তাই এ ভাষার প্রতি আমার আগ্রহটা বেশি। আর তারই সূত্র ধরে আমার বাংলা বিভাগে আসা।’

অনুষ্ঠানে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী আয়শা আক্তার মোমেনা জানান, ‘আমি এ বিভাগে পড়তে পেরে সত্যিই আনন্দিত। বাংলা সাহিত্যের এমন অনেক দিক রয়েছে যাতে আগে বিচরণ করার সুযোগ হয়নি। যার স্বাদ এখানে পেয়েছি।’