‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারের সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে। উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না। পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এ জন্য ইতোমধ্যে তাকে দুইবার সিসিইউতে নেওয়া হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।’
সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
তারা বলেন, চিকিৎসায় আমাদের হাতে আর কিছু নেই। যা কিছু করার ছিল করা হয়েছে। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক। মূল চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।
তারা আরও বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন জরুরি। এজন্য তাকে বিদেশে নিতে হবে।
৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।