ক্রিমিয়ার কার্চ সেতুতে ইউক্রেনের হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

ক্রিমিয়ার কার্চ সেতুতে হামলার জন্য দুটি রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন। তবে রকেট দুটি সেতুতে পৌছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানানো হয়েছে, কার্চ সেতুতে হামলার জন্য দুটি এস–২০০ রকেট নিক্ষেপ করেছিল কিয়েভ। রকেট দুটি ধ্বংস করেছে রুশবাহিনী।

তবে রাশিয়ার এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার। অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম কার্চ সেতু। ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত। ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া।গত কয়েক মাসে ক্রিমিয়ার কার্চ সেতুতে ইউক্রেনের হামলা নস্যাৎ করে দেওয়ার একাধিক দাবি করছে রাশিয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে কার্চ সেতুর কৌশলগত গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়। কৃষ্ণসাগরে অবস্থান করা রুশ নৌবহরে জ্বালানি, খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এই সেতু দিয়ে পাঠানো হয়। যুদ্ধ শুরুর পর কার্চ সেতুতে একাধিক বড় হামলা চালিয়েছে ইউক্রেন। সেতুটি লম্বায় ১২ মাইল বা প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ। এটা ইউরোপের সবচেয়ে দীর্ঘ সেতু। এতে সড়ক ও রেলপথ যুক্ত রয়েছে। কার্চ সেতু বানাতে রাশিয়ার খরচ হয়েছে ৩৬০ কোটি ডলার।