কুমিল্লা-চট্টগ্রাম, বিএনপি’র শেষ রোড মার্চ আজ

বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির একদফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় শেষ রোড মার্চ আজ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় কুমিল্লা থেকে ফেনী-মিরশ্বরাই-সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চের যাত্রা শুরু হবে।

ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় (খন্দকার ফুড গ্যালারি প্রাঙ্গণে) রোড মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। এর মধ্যে ফেনী, মিরশ্বরাই এবং সীতাকুণ্ডের ভাটিয়ারিতে পথ সভা শেষে চট্টগ্রামের কাজীর দেউড়ী গিয়ে রোড মার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-চট্টগ্রাম রোড মার্চের প্রধান উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Reendex

Must see news