কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। কুবি প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৯টি সংগঠন অংশগ্রহণ করছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী এম. আনিছুল ইসলাম এবং অংশগ্রহণকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীরা শুধু ক্লাস করবে, লাইব্রেরি ওয়ার্ক করবে, হলে চলে যাবে আমরা সেটা চাই না। আমরা চাই, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠন করার মাধ্যমে তার প্রতিভাকে জাগ্রত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন নিয়ে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন সংগঠনের একটি প্রেসক্লাব। একটি নবীন সংগঠন বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে এই খেলাধুলার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে৷ এই কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনের খেলোয়ারবৃন্দ নেতৃবৃন্দ, খেলা ভালোবাসেন যারা এমন শিক্ষার্থী যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে৷’
অনুষ্ঠানে উপস্থিত কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামান বলেন, প্রেস ক্লাব ‘আন্তসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মিলনমেলা–২০২৩’ আয়োজন করেছে সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, সৌহার্দ্য, সম্মান তৈরি করার জন্য। সকল ইতিবাচক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে। বিভিন্ন সংগঠনের নেতৃত্ব স্থানে যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ সকল ইতিবাচক কাজে অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার।
কুবি প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সাংবাদিকসহ ১৯টি সংগঠন। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে প্রতিযোগিতার প্রথম রাউন্ড। বিজয়ী আটটি সংগঠন নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। পরবর্তীতে সেমিফাইনালে অংশগ্রহণ করবে চারটি বিজয়ী সংগঠন। এরপর ফাইনালে অংশগ্রহণ করবে মোট দুটি সংগঠন।
রাত আটটায় সংগঠনগুলোর সভাপতিদের শুভেচ্ছা বক্তব্য শেষে শুরু হবে ফাইনাল প্রতিযোগিতা। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হবে।