কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর সাসটেইনেবিলিটি ২০২৪-এ শীর্ষস্থান অর্জন করেছে কানাডার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব টরন্টো।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রতিবছর এই র্যাঙ্কিং প্রকাশ করে। এবছর ৯৩টি দেশের ১৩৯৭ বিশ্ববিদ্যালয় এই র ্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।
টরন্টো বিশ্ববিদ্যালয় মূলত বিভিন্ন ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য গবেষণার জন্য পরিচিত। উচ্চ-মানের প্রকাশনা, উদ্ধৃতি, এবং গবেষণা প্রভাব র্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটির শীর্ষস্থান নিশ্চিতে বড় ধরনের ভূমিকা রেখেছে।
পরিবেশগত প্রভাব, সামাজিক প্রভাব এবং প্রশাসনিক প্রভাব এই তিন বিষয় বিবেচনায় বিভিন্ন পারফরম্যান্স মেট্রিক্স ব্যবহার করে এই বিশ্ববিদ্যালয়গুলোকে এই র্যাঙ্কিংয়ে মূল্যায়ন করা হয়। সব সূচক মিলিয়ে মোট স্কোর ধরা হয় ১০০। সব সূচক মিলিয়ে প্রাপ্ত যোগফলের গড় পরিমাপ করে চূড়ান্ত স্কোর তৈরি করা হয়। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫ শতাংশ, সামাজিক প্রভাব ৪৫ ও প্রশাসনিক প্রভাব ১০ শতাংশ ধরে মান নির্ধারণ করা হয়েছে।
এই র্যাঙ্কিংয়ে একাডেমিক খ্যাতি, নিয়োগকর্তার খ্যাতি, গবেষণার গভীরতা এবং আন্তর্জাতিকীকরণের মত বিষয়গুলো বিবেচনায় নিয়ে জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে প্রাক্তন ছাত্রদের অবদান এবং গবেষণার প্রভাবের মতো বাস্তব প্রমাণের ওপর জোর দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে স্থায়ীত্ব নিশ্চিত করে তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
র্যাঙ্কিংয়ে কানাডার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও খুবই ভাল অবস্থানে রয়েছে। শীর্ষ ৫০ এ রয়েছে দেশটির দেশটির পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে তিনটি শীর্ষ ১০-এ রয়েছে।
এ তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছে মাত্র দুটি বিশ্ববিদ্যালয়। র ্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৩৭তম, ৯০১ থেকে ৯২০-এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।