আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষের পর থেকে মাঠের বাইরে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ কেউ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গেলেও বাকিরা কাটিয়েছেন ছুটি। তবে ছুটি শেষে আবার মাঠে ব্যস্ত হতে চলেছেন ক্রিকেটাররা। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য আগামীকাল থেকে ৩২ ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে।
এই ক্যাম্প থেকেই আগস্টের প্রথম সপ্তাহে এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করা হবে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ফিটনেস পরখ করে নিতে চায় টিম ম্যানেজমেন্ট।
প্রধান নির্বাচক জানান, ক্রিকেটারদের শারিরীক অবস্থা জানতে শুরুতেই ফিটনেস নিয়ে কাজ করা হবে। আগামী ৩ আগষ্ট ফিটনেস পরীক্ষা দিতে হবে মিরাজ-মুস্তাফিজদের। তিনি বলেন, ‘আমরা দেখতে চাইছি, খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। যেহেতু একটা দীর্ঘ সময় পর সবাই মাঠে ফিরছে, তাই ফিটনেস টেস্টের পর অবস্থা বোঝা যাবে। অনুশীলন শুরু হবে ৮ তারিখে। তার আগেই ২১ বা ২২ জনের একটা দল দেয়া হবে। সেখান থেকেই এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।’ এসময় তামিম ইকবালের ফিটনেস নিয়েও কথা বলেছেন প্রধান নির্বাচক। বলেন, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে একটা রিপোর্ট পাব। আশা করছি, অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’
ক্যাম্পের শুরুতে অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই থাকছেন না। কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলছেন লিটন দাস ও আফিফ হোসেন। লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য ছুটি নিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান। ওদিকে জিম আফ্রো টি-টেন লিগ খেলা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম ক্যাম্পে যোগ দেবেন কিছুদিন বিশ্রাম নেওয়ার পর।
ক্রিকেটারদের বিদেশী লিগে ডাক পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন মিনহাজুল আবেদীন নান্নু। পারফর্ম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী হওয়ার কারণেই বিদেশী লিগে বাংলাদেশিদের কদর বাড়ছে বলে মনে করেন তিনি। আর এই অভিজ্ঞতা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলকেও উপকৃত করবে বলে আশা তার।