কাল ঢাকায় আসবেন মার্তিনেজ

কাতার বিশ্বকাপ চলাকালীন সময়েই আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশীদের উন্মাদনার খবর পৌঁছেছে লিওনেল মেসিদের কাছে। এমন অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদও জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। সেই ভালবাসার রেশ ধরেই এবার বাংলাদেশ সফরে আসছেন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

মার্তিনেজের সফরটি মূলত কলকাতা কেন্দ্রিক। তবে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার কথা জেনে মার্তিনেজই তো নিজের আগ্রহে তাঁর সফরসূচিতে কলকাতার সঙ্গে ঢাকাও যোগ করে নিয়েছেন। আগামীকাল ভোর ৫টা ১০ মিনিটে তার ঢাকায় নামার কথা।

তবে যাদের নিয়ে উন্মাদনা, সেই সাধারণ সমর্থকদের সাথেই তো তাঁর পরিচয় হচ্ছে না। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন ঢাকায় মার্তিনেজের সফরসূচিতে বিশেষ কিছু নেই। প্রথমে বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট–এর কার্যালয়ে। এমিলিয়ানো মার্তিনেজের ঢাকায় আসা এবং থাকার সব বন্দোবস্ত করছে এই প্রতিষ্ঠান। সেখানে ঘণ্টাখানেক সময় কাটিয়ে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন মার্তিনেজ। এরপর বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মার্তিনেজ।

কলকাতায় বেশ ব্যস্ত সময় কাটাবেন এইআর্জেন্টাইন। ৪ জুলাই দুপুর সাড়ে ১২টায় শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের উদ্যোগে ‘তাহাদের কথা’ নামে একটা অনুষ্ঠান হবে। যেখানে নিজের জীবন ও ফুটবল সাফল্যের নেপথ্য কাহিনি নিয়ে কথা বলবেন মার্তিনেজ। এই অনুষ্ঠানের জন্য সর্বনিম্ন ৪৯৯ রুপি থেকে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার রুপি দামে সাত ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছে। সোয়া লাখ রুপিতে প্লাটিনাম টিকিট কিনেছেন যাঁরা, তাঁরা মার্তিনেজের সই করা জার্সির সঙ্গে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। সঙ্গে মধ্যাহ্নভোজও। এই অনুষ্ঠান শেষে মোহনবাগান ক্লাবে যাবেন মার্তিনেজ। সেখানে গ্যারি সোবার্স, পেলে ও ম্যারাডোনার নামে গেটের উদ্বোধন করবেন। পুলিশ কমিশনার একাদশ ও মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে এক প্রদর্শনী ম্যাচেও থাকবেন দর্শক হিসেবে।

Reendex

Must see news