করোনাকালীন অবদানের জন্য সাংবাদিক মামুনের গোল্ডেন ভিসা অর্জন

সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি করোনাকালীন ফ্রন্টলাইন যোদ্ধাদের মধ্য থেকে বিশেষ কয়েকজনকে গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত সরকার। এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর সিনিয়র সহ-সভাপতি ও এনটিভি’র আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশীদ।

২০২০ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের নাইফ এলাকাকে যখন দুবাই সরকার ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করেছিল। সে সময় তিনি দুবাই প্রশাসনের স্বাস্থ্য অধিদপ্তর এর সাথে লকডাউন এলাকায় বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্যসেবা ও তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করতে কাজ করেছিলেন।

বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ‘বাংলা এক্সপ্রেস টিম’ নামের ১৯ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে প্রবাসীদের সেবায় ঝাঁপিয়ে পড়েন মামুন। টানা এক মাস তারা দুবাইয়ের এই এলাকায় প্রায় ৩০ হাজার বাংলাদেশিকে সেবা দেন। এ সময় নাইফ এলাকায় কাজের পাশাপাশি প্রবাসীদের সচেতন করতে প্রতিদিন আমিরাত সরকারের দিকনির্দেশনার সংবাদ পরিবেশন করতেন তিনি।

ওই এলাকায় লকডাউন শেষ হলেও থেমে থাকেনি এই টিম। বাংলাদেশি প্রবাসীদের কেউ করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে পৌঁছানো, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা এবং বাংলা এক্সপ্রেস এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা  করেছেন৷ 

বাংলা এক্সপ্রেস এর সম্পাদক ও প্রকাশক মোঃ হারুনুর রশীদের প্রথম সন্তান মামুনুর রশীদ ১৯৯৮ সালে পরিবারের সাথে দুবাইতে আসেন। শৈশব থেকে ইউনিভার্সিটি পর্যন্ত তার সবই কেটেছে আরব আমিরাতে। বর্তমানে এনটিভির আমিরাত প্রতিনিধি এবং আমিরাতে জনপ্রিয় প্রিন্ট ও অনলাইন পত্রিকা বাংলা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক তিনি। 

আমিরাতে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন। দীর্ঘদিন সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ২০২১ সালে দুবাইয়ের স্থানীয় প্রেসক্লাবের আজীবন সদস্যপদ লাভ করেন তিনি। সম্প্রতি আমিরাতের মিডিয়া রেগুলেটরি অথরিটি থেকে প্রথম বাংলাদেশি প্রবাসী সাংবাদিক হিসেবে অনুমোদন পান মামুনুর রশীদ৷