দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার চার দশকের ‘স্বৈরশাসক’ হুন সেনের ছেলে হুন মানেত দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সোমবার সকালে কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হুন মানেতের নিয়োগে অনুমোদন দিয়েছেন দেশটির রাজা নরোদম সিহামনি। তাতে বাবা হুন সেনের স্থলাভিষিক্ত হলেন হুন মানেত।
নির্বাচনে ক্ষমতাসীনদের বিশাল জয়ের পর প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন হুন সেন। তখনই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে হুন সেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ছেলে হুন মানেতের নিয়োগ অনুমোদন দিয়ে আদেশ জারি করেন রাজা।
গত জুলাইয়ে কম্বোডিয়ায় জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি-সিপিপি। তবে নিবন্ধনসংক্রান্ত ত্রুটির অজুহাত দেখিয়ে প্রধান বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়েছে কম্বোডিয়া। এরই মধ্যে কম্বোডিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
৪৫ বছর বয়সী হুন মানেত কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করছিলেন। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি থেকে স্নাতক শেষ করেন মানেত। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন তিনি। হুন মানেত সিপিপির স্থায়ী কমিটির একজন সদস্য এবং দলটির যুব শাখার কেন্দ্রীয় কমিটির উপপ্রধান। সেনাবাহিনীর প্রধান হওয়ার আগে দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন উচ্চ পদে ছিলেন তিনি।
নতুন প্রধানমন্ত্রী হওয়ার খুব অল্প সময়ের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে হুন মানেতের সরকারকে। আগামী ২২ আগস্ট এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।