এরদোয়ানের শপথ আজ

দ্বিতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড জানায়, গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান।

সেখানে উপস্থিত থাকবেন ৭৮ দেশের প্রতিনিধিরা। যার মধ্যে ২১ দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩ দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা রয়েছেন। তুরস্কের প্রেসিডেন্টের এই শপথে উপস্থিত থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও। এছাড়াও, ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট-ওটিএসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।

শপথ অনুষ্ঠান শেষে এরদোয়ান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের কবর জিয়ারত করবেন। এরপর প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হবে। আজই নতুন মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করতে পারেন বলে জানানো হয় টিআরটির প্রতিবেদনে।

এর আগে ২০১৪ সালের আগস্টে তুরস্কের ১২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোয়ান। গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন তিনি।