এবার স্পেসএক্স-এর রকেটে চার নভোচারী পাঠালো নাসা

A SpaceX Falcon 9 rocket carrying the company's Dragon spacecraft is launched on NASA’s SpaceX Crew-7 mission to the International Space Station with NASA astronaut Jasmin Moghbeli, ESA (European Space Agency) astronaut Andreas Mogensen, Japan Aerospace Exploration Agency (JAXA) astronaut Satoshi Furukawa, and Roscosmos cosmonaut Konstantin Borisov onboard, Saturday, Aug. 26, 2023, at NASA’s Kennedy Space Center in Florida. NASA’s SpaceX Crew-7 mission is the seventh crew rotation mission of the SpaceX Dragon spacecraft and Falcon 9 rocket to the International Space Station as part of the agency’s Commercial Crew Program. Moghbeli, Mogensen, Furukawa, and Borisov launched at 3:27 a.m. EDT from Launch Complex 39A at the Kennedy Space Center to begin a six month mission aboard the orbital outpost. Photo Credit: (NASA/Joel Kowsky)

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজেদের ‘ত্রু-৭’ মিশন পরিচালনার উদ্দেশ্যে স্পেসএক্স-এর রকেটে চারজন নভোচারী পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বাংলাদেশ সময় শনিবার দুপুর ১টা ২৭ মিনিটে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত ‘ফ্যালকন ৯’ রকেটটি মহাকাশ স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে ফ্লোরিডা স্থানীয় সময় রোববার সকাল নাগাদ।

এ মিশনের চার নভোচারী চার দেশ থেকে এসেছেন। এর মধ্যে রয়েছেন নাসার জাসমিন মোঘবেলি, ইউরোপীয় মহাকাশ সংস্থা ‘ইএসএ’র আন্দ্রেয়াস মোগেনসেন, ‘জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’ থেকে সাতোশি ফুরাকাওয়া ও রাশিয়ার কোনস্তান্তিন বরিসভ।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, রকেটের সঙ্গে যুক্ত ‘এনডিউরেন্স’ নামের ‘ড্রাগন’ শ্রেণির মহাকাশযানটি স্বয়ংক্রিয়ভাবেই মহাকাশ স্টেশনে যুক্ত হবে। এর ফলে, কয়েকদিনের জন্য মহাকাশ স্টেশনের সর্বমোট নভোচারী সংখ্যা বেড়ে গিয়ে ঠেকবে ১১ জনে। তবে, এর কিছুদিন পরই পৃথিবীতে ফিরে আসবে রকেটটি।

এর আগে নাসা রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করেছিল শুক্রবার। মিশন ব্যবস্থাপকরা এর পরিবেশগত ও লাইফ সাপোর্ট ব্যবস্থা ঠিকঠাক কাজ করার বিষয়টি নিশ্চিত না করায় উৎক্ষেপণ পিছিয়ে দেয় সংস্থাটি।