উত্তরায় যাত্রীবাহী বাসে অবরোধকারীদের আগুন

 

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে রাজধানীর উত্তরায় পূর্ব থানার পাশে যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে উত্তরার আজমপুরে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় তারা।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ।

জানা গেছে, বুধবার (১ নভেম্বর) দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচিতে দিনব্যাপী রাজধানীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল, সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ কোথাও কোথাও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে পিকেটিং হয়। তবে আজ গত দুই দিনের তুলনায় রাস্তায় যানবাহন আগের তুলনায় কিছুটা বেড়েছে।

বিএনপি নেতারা দাবি বলছেন, চলমান অবরোধ কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া দেখছেন তারা। জনগণের সমর্থনে নজিরবিহীন অবরোধ পালিত হয়েছে। সে কারণে সরকারের পক্ষ থেকে শত প্রচেষ্টা সত্ত্বেও মহাসড়কগুলোয় দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। ঢাকার ভেতরেও সাধারণ মানুষ নিজ থেকেই সরকারের প্রতি অনাস্থা দিয়ে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না।

তারা মনে করেন, অবরোধের শেষ কর্মসূচির পর দলের পক্ষ থেকে আগামী সপ্তাহজুড়ে ফের দেশব্যাপী অবরোধ দেওয়া হবে। এটি চলমান থাকতে পারে পরবর্তী সপ্তাহতেও।